শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

সেমাই-গুড়ে কেমিক্যাল ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার ও আশুলিয়ায় দুটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, বিষাক্ত কেমিক্যাল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে সেমাই ও গুড় তৈরি করা হচ্ছিল। বুধবার সেখানে অভিযান চালিয়ে এমন তথ্যের সত্যতা পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানা দুটিকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৪ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান। তিনি বলেন, সাভারের নামাবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় উৎপাদন করায় রুপা এন্টারপ্রাইজের মালিক শংকর পালকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আশুলিয়ার জিরাবো মোড় দেওয়ান ইদ্রিস রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে সেমাই উৎপাদন করায় বেক টাইস বেকারির মালিক মো. আলমগীর হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর