শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজশাহী নগরীতে বেড়েছে চোরের উপদ্রব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকে আগেই শহর ছেড়ে গ্রামে গেছেন। অনেকে আবার এখন ঈদ করতে গেছেন গ্রামের বাড়ি। শহরে ফাঁকা আছে ভাড়াবাড়ি। এসব বাড়িতে হানা দিচ্ছে চোর। শুধু বাসাবাড়ি নয়, অফিস এবং দোকানপাটেও ঘটছে চুরির ঘটনা। ব্যস্ততম এলাকা থেকেও গায়েব হয়ে যাচ্ছে মোটরসাইকেল। পুলিশ বলছে, তারা চোরদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার গভীর রাতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে চোরেরা হানা দিয়েছে। নগরীর বোসপাড়া এলাকায় লিয়াকত আলীর বাসার নিচতলা ভাড়া নিয়ে সম্প্রতি এ কার্যালয়টি করা হয়েছে। রাত ৩টার দিকে চোরেরা কাউন্সিলরের কার্যালয়ের দুটি ঘরের দুটি জানালা ও জানালার গ্রিল ভেঙে ফেলে। এ ছাড়া একটি বাথরুমের ভেন্টিলেটরের গ্রিল ভাঙা হয়। রাত ৩টার দিকে বাসার দোতলা থেকে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় লিয়াকত আলীর।

 তিনি উঠে লাইট অন করেন। বিষয়টি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়।

এদিকে নগরীর বিভিন্ন এলাকার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আশপাশের এলাকার মেসগুলোতে বেড়েছে চোরের উপদ্রব। বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে চোরেরা সেদিকে উপদ্রব শুরু করেছে। গত দুই মাসে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ও স্টেশন বাজারের কয়েকটি মেসে চুরির ঘটনা ঘটেছে।

গত ১৪ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকার এক মেসের ৮টি তালা ভেঙে সব মালামাল চুরি করেছে। এমনকি চোরদের হাত থেকে রক্ষা পায়নি শিক্ষার্থীদের সার্টিফিকেটও।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, করোনা পরিস্থিতিই এমন অবস্থার কারণ। বর্তমান পরিস্থিতিতে অনেকেই বেকার হয়ে গেছেন। তবে এসব চোর ধরার ব্যাপারে পুলিশ তৎপর আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর