রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রংপুরে থামছে না ইজিবাইক চালক হত্যা-চুরি ছিনতাই

পীরগঞ্জে আরেকজনকে হত্যা করে অটো ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে কিছুতেই থামানো যাচ্ছে না ইজিবাইক চালক হত্যা ও চুরি ছিনতাই। গতকাল সকালেও রংপুরের পীরগঞ্জের মিঠিপুর সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেত থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে অটো ছিনতাই করা হয়েছে।  নিহত অটোবাইক চালক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর (মিরপুর গ্রামের) জয়নাল আকন্দের ছেলে সাফায়েত আকন্দ। তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রফলে অটোবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের একটি সূত্র জানায়, রংপুর বিভাগের প্রায় সবচোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয়ের কেন্দ্র একটি অটো সেন্টার। পাশাপাশি বিভাগের ইজিবাইক চুরি-ছিনতাইয়ে ৭ গডফাদার রয়েছে। এর মধ্যে রংপুরের ৫ জন এবং দিনাজপুরের ২ জন। আর ওই গডফাদারদের নিয়ন্ত্রণে রয়েছে ৫০ থেকে ৬০ জন চোর। সূত্রে জানা গেছে, গত ৬ মাসে অটো চুরির সময় রংপুর-দিনাজপুরে ৪টি হত্যাকাণ্ড এবং ৫০ টির মতো অটো চুরি হয়েছে। ২৪ জুন রাতে বিরামপুরের হরিহরপুরের ২টি ইজিবাইক চুরির সময় দুর্বৃত্তরা নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যা করে। এ বিষয়ে মামলা হলে পুলিশ পার্বতীপুর উপজেলার উত্তর দরগাপাড়ার কফুল উদ্দিনের ছেলে মোজাহার, রংপুরের বদরগঞ্জের মকসেদপুরের মজিবুল হকের  ছেলে জাহিদুল ও দিনাজপুরের ফুলবাড়ীর রামচন্দ্রপুরের আবুল হোসেনের ছেলে এবাদত ওরফে নয়ন ওরফে পিচ্চিকে (২৫) গ্রেফতার করে। রিমান্ডে থাকা মোজাহার জানায়, হত্যাকাণ্ডে জাহিদুল, পিচ্চিসহ ৬ জন জড়িত।  এদিকে এবাদত পুলিশকে জানায়, একটি অটো বদরগঞ্জের  মোসলমাড়ি (গাছুয়াপাড়া) গ্রামের আবদুুর রশিদের ছেলে জিয়াউর রহমান ওরফে বাবুর মাধ্যমে বিক্রি করা হয়। পুলিশ ৬ জুলাই বাবুকে গ্রেফতার করে পুলিশ। আদালতে  দোওয়া জবানবন্দিতে মোজাহার, জাহিদুল এবং এবাদত জানায়, রংপুর বিভাগে অটো চুরি এবং ছিনতাইয়ে ৭ গডফাদার রয়েছে। তারা হলো রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামের আশরাফুল, সোহেল, জুয়েল, আমিনুল ও আমজাদ, গঙ্গাচড়া উপজেলার বাবর আলীর ছেলে অটো স্টোরের মালিক ওবায়দুল্লাহ্ ওরফে মোস্তফা এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ গ্রামের জাকির হোসেন।

এ ছাড়াও ১৬ জুন নবাবগঞ্জে চালককে খুন করে একটি চার্জার ভ্যান ছিনতাই হয়। গডফাদাররা দালালদের মাধ্যমে চোরদের নিয়ন্ত্রণ করে। আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া অটো উদ্ধারের পর বা অপরাধে জড়িত প্রাথমিক পর্যায়ের ব্যক্তিদের আটক করেই তদন্ত সমাপ্ত করেন। ফলে ব্যাটারিচালিত ইজিবাইক চুরি-ছিনতাই বন্ধ হয় না।

সর্বশেষ খবর