মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সিমেন্টশিল্প রক্ষায় তিন সুপারিশ ব্যবসায়ীদের

এনবিআরকে চিঠি দিল সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক

দেশের সিমেন্টশিল্প রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কাছে তিনটি সুপারিশ করেছে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বিসিএমএ। সংগঠনটির সুপারিশগুলো হলো- এক. সিমেন্ট তৈরির মৌলিক কাঁচামাল ক্লিংকারের সিএন্ডএফ চট্টগ্রাম মূল্য ৫০ মার্কিন ডলার। যা এনবিআর নির্ধারিত। এর পরিবর্তে ৩৮ থেকে ৪০ ডলার বিবেচনায় প্রফরমা ইনভয়েস মূল্যে শুল্কায়ন করা হোক। দুই. আরোপিত ৩ শতাংশ অগ্রিম আয়কর চূড়ান্ত দায় হতে অব্যাহতি অথবা ফেরতযোগ্য নিশ্চিত করতে হবে। তিন. পরিশোধিত অগ্রিম আয়কর প্রকৃত আয়করের চেয়ে অতিরিক্ত অংশ ফেরত প্রদান নিশ্চিত করা হোক। এনবিআর চেয়ারম্যানকে গত ২২ আগস্ট এ পত্র দিয়েছে বিসিএমএ। সংগঠনটির সভাপতি মো. আলমগীল কবির স্বাক্ষরিত পত্রে আরও বলা হয়- উল্লিখিত তিনটি বিষয়ে আমরা বারবার এনবিআর চেয়ারম্যানের কাছে আবেদন করেছি এবং দেখাও করেছি। প্রথমটি আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে সিমেন্ট উৎপাদনের মূল উপাদান বা কাঁচামাল ক্লিংকার (এইচ এস কোড ২৫২৩.১০.২০) এর শুল্কায়নযোগ্য মূল্য এনবিআর কর্তৃক নির্ধারিত ৫০ মার্কিন ডলারের পরিবর্তে প্রোফরমা ইনভয়েসের সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা, যা বর্তমানে ৩৮ থেকে ৪০ মার্কিন ডলার। দ্বিতীয়টি হলো- অগ্রিম আয়কর বা এআইটি ৩ শতাংশ চূড়ান্ত দায় হতে অব্যাহতি বা ফেরতযোগ্য নিশ্চিত করা হোক। এবং তৃতীয়টি হলো- অগ্রিম আয়কর বাবদ যে অর্থ সিমেন্ট শিল্প মালিকরা জমা দিচ্ছে, তা প্রকৃত আয়কর থেকে অতিরিক্ত যত পরিমাণ প্রদান করা হয়েছে তা ফেরত প্রদান করা হোক। ওই পত্রে আরও বলা হয়- দুর্ভাগ্য বশত, উল্লিখিত ৩টি বিষয়ের ওপর যথেষ্ট যৌক্তিকতা, আমাদের সাক্ষাৎ, আবেদন-নিবেদন কোনো কিছুই মূল্যায়ন তো হয়ইনি। বরং আমরা মনে করি আমাদের ওপর অর্থনৈতিকভাবে অন্যায় আচরণ করা হচ্ছে। আমাদের দিনের পর দিন লোকসান দিয়ে কোনো রকম টিকে থাকতে হচ্ছে। ইতিমধ্যে কিছু শিল্প বন্ধ হয়ে গেছে। আরও কিছু বন্ধ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে, জেনেও কোনো প্রতিকার করা হচ্ছে না। জানি না এভাবে আর কতদিন টিকে থাকা যাবে। বিসিএমএ এনবিআর চেয়াম্যানের প্রতি অনুরোধ জানিয়ে ওইপত্রে বলেছে-  আমরা অবশ্যই শুল্ক প্রদান করব, তা না হলে দেশ চলবে কী করে। নাগরিক দায়িত্ব পালনে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছি এবং করতে চাই। আগে আমাদের টিকে থাকতে সাহায্য করুন।

আপনি সরকারের একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং অন্যতম নীতিনির্ধারক। আপনিই পারেন আমাদের টিকিয়ে রাখতে।

সর্বশেষ খবর