মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

হুমকির মুখে পড়েছে পুষ্টি নিরাপত্তা

ফাওয়ের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯-এর কারণে দারিদ্র্যের হার বাড়ায় পুষ্টি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অপুষ্টির কারণে শিশুদের এক তৃতীয়াংশের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পুষ্টি সংবেদনশীল সামাজিক নিরাপত্তাবিষয়ক ওয়েবিনারে মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরেছেন উপস্থাপক প্রফেসর মিজানুল হক কাজল। মূল প্রবন্ধে আরও বলা হয়, কভিড-১৯-এর কারণে বাংলাদেশে ৯৫ ভাগ পরিবারের আয় কমেছে এবং ৫১ ভাগ পরিবারের আয় শূন্য শতাংশের কাছাকাছি নেমে এসেছে। তিনি আরও জানান, ৩ শতাংশ পরিবারের কোনো খাবার নেই, ১৬ শতাংশ পরিবারের এক-তিন দিনের খাবার আছে এবং ২২ শতাংশ পরিবারের ৩০ দিন বা তার অধিক সময়ের খাবার আছে। এ পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। প্রবন্ধে সামাজিক নিরাপত্তা কৌশলের কিছু দুর্বলতাও তুলে ধরে বলা হয়, দুর্বল নজরদারি ও পর্যবেক্ষণের কারণে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে দ্বৈততা পরিহারসংক্রান্ত ত্রুটি, যে পরিমাণ অর্থ বা ভাতা প্রয়োজন তা দরিদ্র মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না, বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের অভাব এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভাতার অপ্রতুলতা। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে পিআইবির সিনিয়র প্রশিক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুল মান্নানের পরিচালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন পিআইবি পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মো. ইলিয়াস ভূইয়া। আলোচনায় অংশ নেন এফএওর মিটিং দি আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্পের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর নাওকি মিনামিগওসি ফিরোজ আল মাহমুদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর