মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনায় কমছে খুলনার বাজেট ঘোষণা কাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরে প্রায় ৩০০ কোটি টাকা কমছে খুলনা সিটি করপোরেশন  (কেসিসি)’র বাজেট। নগর ভবনে আগামীকাল (বুধবার) ৫০৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা করবেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এর আগে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকা। পরে সংশোধিত আকারে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৫৯৮ কোটি টাকা। যার শতকরা ৮০ ভাগ অর্জন সম্ভব হয়েছে। জানা যায়, করোনার কারণে মানুষের আয়-রোজগার কমে যাওয়ায় বাজেটে হোল্ডিং ট্যাক্স, নিবন্ধন ফি (লাইসেন্স), দোকানঘর-অবকাঠামো বরাদ্দসহ নিজস্ব আয়ের খাতও কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ব্যয়ের খাত সংকুচিত করা হচ্ছে। বাজেট সম্পর্কিত অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির দেওয়া তথ্যে এসব জানা গেছে।

অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি শেখ মো. গাউসুল আযম বলেন, এবার বাজেটে নতুন করারোপ করা হয়নি। তিনি বলেন, বাজেটের আকার কমলেও কনজারভেন্সি, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্য, প্রযুক্তিগত খাতসহ উন্নয়নমূলক কর্মকা- স্বাভাবিক থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর