মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

১৫ আগস্টের খলনায়করা প্রধানমন্ত্রীর সঙ্গেই আছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকান্ডের খলনায়করা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই রয়েছেন। কিন্তু কোনো অজানা ও রহস্যজনক কারণে প্রধানমন্ত্রী তাদের কথা বলেন না। ১৫ আগস্টের রক্তাক্ত ঘটনার পরপরই যারা কেবিনেটে শপথ নেন এবং সংসদের এমপি ছিলেন, তারাই মরহুম শেখ মুজিবুর রহমানের কেবিনেট ও পার্লামেন্টেও ছিলেন। প্রধানমন্ত্রী তাদের কখনই খলনায়ক বলেননি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির এই মুখপাত্র বলেন, খন্দকার মোশতাকের মন্ত্রিসভার শপথ পরিচালনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, এইচ টি ইমামের মতোই জিয়াউর রহমানও সরকারি চাকরি করতেন।

যিনি সেনাবাহিনীর প্রধান তার কোনো দায় নেই, দায় নাকি জিয়াউর রহমানের! তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহর হাতেই ছিল সমগ্র সেনাবাহিনীর কমান্ড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর