শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আশুরায় রাজধানীতে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়

আলী আজম

পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় সৃষ্টি করা হচ্ছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্যের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে এই বলয়। ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালকের এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা এরই মধ্যে পৌঁছে গেছে সংশ্লিষ্ট দফতরগুলোতে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আশুরা উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নজরদারিও। মাস্ক ছাড়া কাউকে ইমামবাড়াগুলোয় প্রবেশ করতে দেওয়া হবে না। সন্দেহভাজন ব্যক্তি, গাড়ি, ব্যাগ মেটাল ডিটেকটর, ভেহিক্যাল স্ক্যানার ও ম্যানুয়াল চেকিংয়ের মাধ্যমে তল্লাশি করা হবে। পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি তদারক করবেন। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ ও র‌্যাব সদস্যরা মাঠে থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবেন।

বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগেই ঢাকা মহানগরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে সম্মানিত ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের জারিকৃত আদেশে বলা হয়েছে, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রুখতে পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ করা যাবে না। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বদ্ধ স্থানে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে। আশুরা উদযাপন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মনির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার তাজিয়া মিছিল হবে না। এ জন্য গত বৃহস্পতিবার থেকেই ইমামবাড়াগুলো ঘিরে নিরাপত্তাবলয় সৃষ্টি করা হয়েছে। ১০ মহররম আশুরার দিন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।  

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, পবিত্র আশুরা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শিয়া সম্প্রদায়ের বসবাসস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশুরা উদযাপন উপলক্ষে হুমকির কোনো আশঙ্কা নেই। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব প্রস্তুত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর