বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হাম-রুবেলা ক্যাম্পেইন নিয়ে ফের অনিশ্চয়তা

প্রত্যাহার হয়নি স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

হাম-রুবেলার ক্যাম্পেইনের দ্বিতীয় দফার কর্মসূচি বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশব্যাপী স্বাস্থ্য সহকারীদের পদোন্নতির দাবিতে চলমান কর্মবিরতির দুই সপ্তাহ পরও কোনো সুরাহা না হওয়ায় অব্যাহত রয়েছে কর্মসূচি। এ কারণে পাশাপাশি সারা দেশে বন্ধ রয়েছে মা ও শিশুদের নিয়মিত টিকাদান (ইপিআই) কর্মসূচিও। এতে শিশুদের টিকাদান নিয়ে চিন্তিত অভিভাবকরা। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে স্বাস্থ্য সহকারীদের বৈঠক আছে বলে জানা যায়। দেশ থেকে হাম-রুবেলা নির্মূলের লক্ষ্যে ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রতিটি শিশুকে একটি করে ‘এমআর’ টিকা দেওয়ার কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এবার সারা দেশে ৩ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ওয়াসিম উদ্দিন রানা বলেন, ‘আন্দোলনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে না। তাই আমরা কর্মবিরতি অব্যাহত         রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে প্রতিদিন একটি কেন্দ্রে ৭০-৮০ জন শিশু এবং কিশোর-কিশোরী, গর্ভকালীন টিকা, ধনুষ্টংকার টিকা ও স্বাস্থ্য শিক্ষা গ্রহণসহ নানা বয়সী প্রায় ১০০ জন সেবা নিয়ে থাকে। কিন্তু গত দুই সপ্তাহ ধরে সবাই এসব সেবা থেকে বঞ্চিত। এটি আমরা কামনা করি না।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘হাম-রুবেলার নতুন তারিখ ঘোষণা হলেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। ফলে নতুন তারিখেও তা পারা যাবে কিনা সংশয়ে আছি। তবে আলোচনা চলছে।’

সর্বশেষ খবর