সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ থেকে আরও পোশাক নেবে স্পেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ তৈরি পোশাক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্পেন। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডি অ্যাসিস বেনিটেজ সালাস। এ সময় বাণিজ্যমন্ত্রী স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। টিপু মুনশি বলেন, বাংলাদেশে এগ্রো প্রসেসিং শিল্পে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। স্পেনের বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবেন। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে গেলেও স্পেন শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, স্পেন বাংলাদেশের চতুর্থ বৃহৎ রপ্তানি বাজার। উভয় দেশের ব্যবসায়ীদের সফর বিনিময়ের মাধ্যমে এ বাণিজ্য আরও বাড়ানো সম্ভব।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে স্পেনের সহায়তা চান টিপু মুনশি।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যিক দিক থেকে স্পেন বাংলাদেশকে গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে চলমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে স্পেন খুশি। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে  স্পেনে। আগামীতে আরও বেশি পরিমাণে তৈরি পোশাক স্পেন বাংলাদেশ  থেকে আমদানি করবে, বাণিজ্যের পরিধিও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর