রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকায় ২১ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও সদরঘাটে পৃথক অভিযানে ২১ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, শুক্রবার রাতে সদরঘাটে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলেন- শহিদুল, তালেব, শামীম, আতাউর রহমান, বেল্লাল, আবদুর রাজ্জাক ও রফিক। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, ১৯ প্যাকেট ও খোলা অবস্থায় ৫২০ পিস জুয়া খেলার কার্ড এবং ১১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। একই দিনে আরেক অভিযানে কেরানীগঞ্জের হাসনাবাদ সাতবাটিয়া জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মিন্টু, মিন্টু চন্দ্র সেন, নাসির, ইউনুস সরদার, ইকবাল হোসেন, বাহার, রব মিয়া, আবদুর রহমান, আশরাফ, হবি মিয়া, হেলাল, রফিকুল ইসলাম রফিক, আসাদুল ও সুমন। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, একটি টাকা জমা রাখার বক্স, চার প্যাকেট ও খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড এবং ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর