রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

তাদের বিরুদ্ধে এখনো লড়াই করতে হচ্ছে

-মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

তাদের বিরুদ্ধে এখনো লড়াই করতে হচ্ছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও এখনো দেশের মাটিতে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধীরা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেইসব স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এখনো আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। গতকাল মেলান্দহ উপজেলার ঝাওগড়া ইউনিয়নের কাপাসহাটিয়ায় মুক্তি সংগ্রাম জাদুঘরের অতিথি নিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ।

 অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ।

মির্জা আজম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ছাড়াও ঐতিহাসিক নিদর্শন রক্ষায় কাজ করছেন। এরই ধারাবাহিকতায় জামালপুরের মেলান্দহের প্রত্যন্ত অঞ্চলে ব্রিটিশবিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে একই প্রাঙ্গণে ধারণ করা গান্ধী আশ্রম এবং মুক্তিসংগ্রাম জাদুঘর দর্শনীয় স্থানে পরিণত করতে আধুনিক মানের জাদুঘরসহ অতিথিনিবাস নির্মাণ করে দিয়েছে সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর