রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

৬০ জেলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

দেশের ৬০ জেলায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে প্রায় ১৪ হাজার সদস্য। ফোরামটির সুপ্রিম কোর্ট বারসহ ঢাকা বার এবং ময়মনসিংহ, নরসিংদী, দিনাজপুর ও পঞ্চগড় জেলা বারের কমিটি এখনো গঠন সম্ভব হয়নি। গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে করোনাভাইরাসের মহামারীর ভিতরে জানুয়ারির মধ্যেই দেশের সব জেলায় এবং ইউনিটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অধিক সুসংগঠিত। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

আগামী জানুয়ারির মধ্যেই দেশের সব জেলায় এবং ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি হবে।

২০১৯ সালের ৩ অক্টোবর খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন এ আহ্বায়ক কমিটি গঠনের পর সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় এবং  দেশের সব বারে বিভাগীয় সমন্বয়কারীর নেতৃত্বে সদস্য ফরম দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর