করোনার আতংক উপেক্ষা করে শিল্পানুরাগীদের ভিড়ে প্রাণের সঞ্চার হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি ১,৩,৫,৬ ও ভাস্কর্য গ্যালারিতে। এখানে চলছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। ২১ থেকে ৩৫ বছরের ৫১৯ জন শিল্পীর ১৩৫০টি জমাকৃত শিল্পকর্ম থেকে নির্বাচক মন্ডলীর বাছাইকৃত ৩৩৭ জন শিল্পীর ৩৬৮টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, নিউ মিডিয়া আর্টসহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ মোট ১২টি বিশ্ববিদ্যালয়/চারুকলা ইনস্টিটিউট।
আজ শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব : বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। নির্মিত হয়েছে নতুন ১০টি উপজেলা শিল্পকলা একাডেমি। আজ সেই ১০টি উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হচ্ছে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২১। প্রতিটি উপজেলায় ২ দিন করে ১০ উপজেলায় মোট ২০দিন অনুষ্ঠানমালা থাকছে। প্রতিটি আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি ৬০ মিনিট, জেলা শিল্পকলা একাডেমি ৩০ মিনিট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের ৩০ মিনিটের অনুষ্ঠান থাকবে। আজ সাড়ে ৩টায় উপজেলা সাংস্কৃতিক উৎসব ২০২১ এর ভার্চুয়ালি উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এতে প্রধান অতিথি থাকবেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্ব করবেন।