শিরোনাম
শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই দুর্বার গতিতে দেশ এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই দুর্বার গতিতে দেশ এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৯৭৫ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজারবাগে এসে বলেছিলেন তোমরা বাংলাদেশের পুলিশ, পাকিস্তানি বা ব্রিটিশ পুলিশ না। তোমাদের জনগণের বন্ধু হতে হবে, তাদের সঙ্গে কাজ করতে হবে। জাতির পিতার সে আকাক্সক্ষার জায়গায় আজ পুলিশ এসেছে। পুলিশ আজ ভয়ের কোনো কারণ নয়, পুলিশ আজ আস্থা ও বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েছে। পুরো নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল গাইবান্ধার বালাসীঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩, রংপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব শুধু জঙ্গি দমন, সন্ত্রাস দমন, জলদস্যু দমন করেনি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরও পর্যুদস্ত করেছে। তাই র‌্যাব মানুষের হৃদয়ের কাছাকাছি আস্থা ও বিশ্বাসের জায়গায় এসেছে। মুজিববর্ষের এই সময়ে বঙ্গবন্ধুর মনোবল আমাদের উৎস এ আদর্শে উজ্জীবিত হয়ে শতবর্ষ উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচি পালন করছে। যেখানে দোয়া মাহফিল, এতিম শিশু ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ অভিযান, রক্তদান কর্মসূচি, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে। পরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

র‌্যাব-১৩ জানায়, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা প্রশাসক আবদুল মতিন, ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, র‌্যাবের অতিরিক্ত পরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর