সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

হল না খুললে আত্মহত্যার হুমকি রাবি শিক্ষার্থীর

রাবি প্রতিনিধি

আগামী মার্চের মধ্যে আবাসিক হল খুলে না দিলে এবং ২০১৬-১৭ সেশনের আটকে থাকা সব পরীক্ষার ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার রাতে নিজের ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসের মাধ্যমে এই হুমকি দেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, মার্চের মধ্যে হল খুলে না দিলে এবং ১৬-১৭ সেশনের সব আটকে থাকা পরীক্ষার ব্যবস্থা না করলে, আমি যদি আত্মহত্যা করি, এর দায়ভার কে নেবে? এ ছাড়া আর উপায় দেখছি না। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আত্মহত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে এই শিক্ষার্থী বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের আয়ের উৎস আমার বাবা। তিনি সামান্য একজন কর্মচারী। বাবা যা আয় করেন তা দিয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরায়। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ। খুলবে খুলবে বলে কালক্ষেপণ করেই চলছে। যার ফলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মানসিক টর্চারের মধ্যে আছি। এমন করতে করতে আমি যখন ধৈর্য সীমার বাইরে চলে যাব তখন আমাকেও একটা সিদ্ধান্ত নিতে হবে।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন বাসায় আবদ্ধ যা তাদের জন্য সত্যিই পীড়াদায়ক। এখন একটা মহামারী চলছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের আবেগি হলে তো চলবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর