মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নার্সের মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আল মামুন খানের দফতরে অবস্থান নিয়েছিলেন একজন সিনিয়র নার্স। গত রবিবার সন্ধ্যার পর মেয়রের দফতরে গিয়ে তিনি বিয়ের দাবিতে অবস্থান নেন। এ সময় তিনি নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। মেয়রের দফতরে অবস্থান নেওয়া ওই নার্স জানান, প্রায় দুই বছর আগে বর্তমান মেয়র আল মামুন খানের সঙ্গে একটি বেসরকারি ক্লিনিকে পরিচয় হয় তার। এক সময় তাদের শারীরিক সম্পর্কও হয়। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আল মামুন খানকে অন্তঃসত্ত্বার বিষয়টি জানিয়ে বিয়ের জন্য বলা হয়। কিন্তু  তিনি বিয়ে করবেন না বলে জানান। এ ব্যাপারে মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন। তিনি বিএনপির মনোনয়নে বিজয়ী হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর