বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় বৈশাখী মেলা ভার্চুয়ালে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

‘অন্ধ রাত করো প্রভাত, আলো দাও’- এই স্লোগানে এবারও বগুড়া থিয়েটার ভার্চুয়াল প্লাটফর্ম থেকে পয়লা বৈশাখ ১৪২৮ এর বৈশাখীমেলার অনুষ্ঠান আয়োজন করবে। হাজার বছরের সংস্কৃতিকে লালন করে দীর্ঘ ৪২ বছরের ধারাবাহিকতায় করোনার মহামারীকালে ছেদ পড়েছে প্রত্যক্ষ আয়োজনে। বগুড়ার ইতিহাসে বগুড়া থিয়েটারের বৈশাখীমেলা একটি বিশাল অংশ হয়ে আছে। মেলাটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র এডওয়ার্ড পৌরপার্কে অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনাভাইরাসের কারণে গত বছর প্রথম ভার্চুয়াল বৈশাখীমেলার আয়োজন করেছিল। এ বছরও হবে অনলাইনে। দেশের বিভিন্ন প্রান্তে গুণী ও সংস্কৃতিজনদের সংযুক্ত করে বাংলা নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানানো হবে।

বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান, নতুন বছরে সকালের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ চার দশকের বৈশাখীমেলা প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করা হবে। এরপর ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে মঙ্গলকথন পাঠ, মঙ্গলগীত আর আবাহন সঙ্গীত পরিবেশন করবে থিয়েটারের শিল্পীরা। থাকবে শুভেচ্ছা কথন, আবৃত্তি, লোকজনৃত্য, লোকজ সংগীতের আয়োজন। অনুষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বগুড়া থিয়েটার ফেসবুক পেজ হতে প্রচার করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর