বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
নিরাপদ শহর : নীতিনির্ধারণে করণীয় শীর্ষক ওয়েবিনারে বক্তারা

নগরায়ণের গতি উন্নয়নের অগ্রগতির সঙ্গে জড়িত

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ প্রণয়ন করা হয়েছে। ২০১৯ সালে যার পরিধি আরও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ সহ বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে। তবে নগরের যে সমস্যাগুলো সামনে আসে তা পরিকল্পনা অনুযায়ী সমাধান হচ্ছে না। তাই সঠিক সমাধানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে কমিটিগুলোকে আরও কার্যকর করে তোলা জরুরি। কারণ দেশের নগরায়ণের গতি উন্নয়নের অগ্রগতির সঙ্গে জড়িত। গতকাল কালের কণ্ঠ, পিএসটিসি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘নিরাপদ শহর : নীতিনির্ধারণে করণীয়’ শীর্ষক ওয়েবিনার/ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটি কালের কণ্ঠ অনলাইন ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এ বি তাজুল ইসলাম।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও দুর্যোগ, বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. আতিকুল হক প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র“পের পরিচালক ইমদাদুল হক মিলন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর