শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে টেক্সটাইল মিলে দুই দফা ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মাদার টেক্সটাইল কারখানায় দুই দফা ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে গতকাল বিকাল পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটির কাশিমপুর থানার ছোট গোবিন্দপুর শ্রীপুর এলাকার মাদার টেক্সটাইল মিলস লিমিটেড নামের কারখানার টিনশেড ভবনে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্টিল স্ট্রাকচারের একতলা কারখানার সিলিংয়ে থাকা ডাস্টের কারণে আগুন মুহূর্তের মধ্যে কারখানার ব্লোয়িং সেকশন, ডায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে প্রথম দফার আগুনের কয়েক ঘণ্টার ব্যবধানে গতকাল বিকালে ওই কারখানায় দ্বিতীয় দফা আগুন লাগে। ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, প্রথম দফায় আগুনের হাত থেকে রক্ষা করতে বিপুল পরিমাণ তুলাসহ বিভিন্ন মালামাল কারখানার একটি কক্ষে রাখা হয়। শুক্রবার বিকাল আড়াইটার দিকে ওই কক্ষে আবার আগুনের সূত্রপাত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর