বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

ভৈরব সেতুর জমি অধিগ্রহণে বিকল্প প্রস্তাবনা ক্ষতিগ্রস্তদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সড়কপথে খুলনা নগরীর সঙ্গে প্রত্যন্ত দিঘলিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৌলতপুর রেলিগেটে ভৈরব সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে সেতু নির্মাণে দৌলতপুর মহসিন মোড় থেকে রেলিগেট নগরঘাট পর্যন্ত ভূমি অধিগ্রহণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে এতে স্থানীয় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শিল্পকারখানাসহ আবাসিক এলাকার ব্যাপক ক্ষতি হবে জানিয়ে বিকল্প জমি অধিগ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল নগরীর দৌলতপুর রেলিগেট নগরঘাট সড়কে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বিকল্প জমি অধিগ্রহণের কথা বলা হয়। বক্তারা বলেন, শিরোমণি বাদামতলা ঘাট থেকে যশোর রোড পর্যন্ত চার লেনের রাস্তা রয়েছে। যেখানে সেতুর সংযোগ সড়ক করলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না।

এতে নগরীর পরিধিও বৃদ্ধি পাবে। এ ছাড়া ফুলবাড়িগেট থেকে মীরেরডাঙ্গা পর্যন্ত এবং খালিশপুর ক্রিসেন্ট মিলের ভিতরেও অঢেল ফাঁকা জমি রয়েছে। সেখানে সেতু করলে ব্যাপক ক্ষতি এড়ানো যাবে। তারা বলেন, দৌলতপুর বাণিজ্য অঞ্চলের প্রাণ হচ্ছে মহসিন মোড়। কাঁচা পাট রপ্তানি কেন্দ্র করে এখানে সড়কের দুই পাশে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও দোকান গড়ে উঠেছে। সেতু নির্মাণে এসব জমি, দোকান-ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণ করা হলে জীবিকা হারিয়ে পথে বসতে হবে। জানা যায়, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ‘ভৈরব সেতু’ নামে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। এরপর ২০২০ সালের ২৭ জুলাই নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। প্রায় ১ দশমিক ৩১৬ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা।

 

সর্বশেষ খবর