বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

আইনজীবীকে জরিমানা ও লকডাউন চ্যালেঞ্জের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ বা লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছে হাই কোর্ট। জরিমানার পাশাপাশি রিটটিও খারিজ করে দিয়েছে আদালত। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদেশের সময় বিচারক বলেন, রিট করে তিনি পত্রপত্রিকায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে থাকেন না। সরকারের জারি করা লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ এপ্রিল এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয় সে জন্য নির্দেশনা চাওয়া হয়।

রিটে মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিকে বিবাদী করা হয়। এ রিটের আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেয় আদালত। কিন্তু আদালতের তালিকার এক নম্বরে থাকলেও আইনজীবীকে খুঁজে পাননি বিচারক। এক দিন পর গতকাল এ বিষয়ে আদেশ দিল আদালত।

সর্বশেষ খবর