ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজশাহী নগরীজুড়ে। শনিবার বিকাল ৫টা ৫০ মিনিট থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। তা চলে রাত ৮টা পর্যন্ত। ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে নগরীর নিচু এলাকাগুলো। দেখা দিয়েছে চরম দুর্ভোগ। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ দশমিক ৪ মিলিমিটার। স্থানীয়রা জানান, রাজশাহী মহানগরীজুড়ে ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কাজ চলমান। সে কারণে বৃষ্টির পানি নামতে সময় লাগছে। বৃষ্টিতে নগরীর সাহেববাজার, মিয়াপাড়া, রাণীবাজার, গণকপাড়া, শালবাগান, উপশহর, স্টেডিয়াম এলাকা, কোর্ট এলাকা, লক্ষ্মীপুর, মহিষবাথান, ভাটাপাড়া, চন্ডিপুর, হেলেনাবাদ কলোনী, বুলনপুর, হড়গ্রাম, ছোটবনগ্রাম, সপুরাসহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বাসাবাড়িতে। নগরীর সাহেববাজার এলাকার শাহ আলম জানান, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। লকডাউনের কারণে এমনিতেই যান চলাচল কম ছিল। বৃষ্টির কারণে যানবাহন চলাচল একেবারেই নেই। নগরীর অভিজাত এলাকা উপশহরের বাসিন্দা জামিলুর রহমান জানান, ভারী বৃষ্টি হলেই এমন জলমগ্ন হয়ে পড়ে উপশহর।
সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ভারী বৃষ্টিপাত হলে নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে আধা ঘণ্টার বেশি থাকে না। এখন বিভিন্ন এলাকায় ড্রেনের কাজ চলছে। এ কারণে পানি নামতে কিছুটা বেশি সময় নিচ্ছে। তবে জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশনের কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।