রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম আর নেই

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম আর নেই

সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সাবেক মহাসচিব অধ্যাপক জাহানারা বেগম (৭৯) আর নেই। গতকাল সকালে রাজধানীর বসুন্ধরায় তাঁর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর বসুন্ধরা বারিধারা আবাসিক এলাকায় সি-ব্লক জামে মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।  অধ্যাপক জাহানারা বেগম জাতীয়তাবাদী যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের সাবেক এমপি ও সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। জাহানারা বেগম রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে তিনি ইডেন কলেজে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যাপক ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দুবার সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর