ওমান প্রবাসী শ্রমিক ফারুক ভুইয়া। গত ২২ জুলাই ছুটিতে দেশে আসেন। ঢাকা থেকে ট্রেনে করে বি-বাড়িয়ায় যাচ্ছিলেন। চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব এলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় সহযাত্রীরা তাকে ভৈরব স্টেশনে অচেতন অবস্থায় নামিয়ে দেয়। যখন জ্ঞান ফেরে তখন বুঝতে পারেন বিদেশ থেকে আনা মালামাল নিয়ে স্টেশন ছেড়ে গেছে ট্রেন। ওই মালামালের আশা ছেড়ে দিয়ে অন্য একটি ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়িতে ফিরে যান। মালামাল হারানোর দুই দিন পর চট্টগ্রাম রেলওয়ে পুলিশ অক্ষত অবস্থায় সেগুলো ফিরিয়ে দিয়ে সেই প্রবাসীর মুখে হাসি ফোটাল রেলওয়ে পুলিশ। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘গত ২২ জুলাই কর্ণফুলী এক্সপ্রেস থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কার্টন ও ব্যাগ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ব্যাগে থাকা এনআইডি কার্ডের সূত্র করে ফারুক ভুইয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। ২৪ জুলাই তার হাতে পৌঁছে দেওয়া হয় কার্টনে থাকা মালামাল।’ প্রবাসী ফারুক ভুইয়া বলেন, ‘মালামাল নিয়ে ট্রেন চলে যাওয়ার পর এগুলো ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। এক দিন আগে যখন পুলিশের ফোন করে তখনো বিশ্বাস করিনি মূল্যবান জিনিসগুলো ফিরে পাব।
কিন্তু আজ অক্ষত অবস্থায় প্রবাস থেকে আনা মালামাল ফিরে পাওয়ার পর পুলিশ নিয়ে ধারণাই পাল্টে গেল। প্রবাসে কষ্টে আয় করা ৬০ হাজার টাকার মাল ফিরে পেয়ে আমি অনেক খুশি।’