রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এবং কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস ডিপোতে অগ্নিকান্ড ঘটেছে। গতকাল সকাল ৬টার দিকে টিসিবি ভবনে আর সন্ধ্যা ৬টায় কমলাপুরের বাস ডিপোতে পৃথক ঘটনা দুটি ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। পৃথক দুটি অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, গতকাল সকাল ৬টার দিকে টিসিবি ভবনের পঞ্চম তলায় অবস্থিত রপ্তানি ও উন্নয়ন ব্যুরো অফিসের অ্যাকাউন্ট সেকশনে অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ধোঁয়ার কারণে ভবনটিতে লাগা আগুন নির্বাপণে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে গতকাল সন্ধ্যা ৬টার দিকে কমলাপুরের বিআরটিসি আন্তর্জাতিক বাস ডিপোতে অগ্নিকান্ডে দুটি বাস পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-৫) হাফিজুর রহমান জানান, বিআরটিসি আন্তর্জাতিক বাস ডিপোতে আগুনের খবরে পাঁচটি ইউনিট গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ২৫০টি বাস ছিল। লকডাউনের কারণে সব বাস পাশাপাশি পার্ক করা অবস্থায় ছিল। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি বাসের অর্ধেক পুড়েছে। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।