রাজধানীর শেরেবাংলানগরে একটি আবাসিক হোটেলে এক নারী হত্যায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহতের নাম আসমা ওরফে লিমা বেগম (২৫)। ৮ সেপ্টেম্বর শেরেবাংলানগরের আবাসিক হোটেল রাজ ইন্টারন্যাশনালের ৬০২ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শেরেবাংলানগর থানায় একটি মামলা করেন ওই নারীর স্বামী। হত্যার রহস্য উদ্ঘাটনে ছায়াতদন্তে নেমে ১২ সেপ্টেম্বর রাজধানীর মাটিকাটা থেকে খোকন ভূঁইয়া নামে একজনকে গ্রেফতার করে ডিবির তেজগাঁও বিভাগ। খোকন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে গতকাল জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ডিবিসূত্র।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন জানিয়েছেন, ৮ সেপ্টেম্বর রাত ২টায় রাজধানীর ফার্মগেট ফুটওভার ব্রিজের ওপর লিমার সঙ্গে পরিচয় হয় তার। ৩ হাজার টাকায় লিমার সঙ্গে যৌনকাজের চুক্তিও করেন। রাত আড়াইটায় হোটেল রাজ ইন্টারন্যাশনালে রুম ভাড়া নিয়ে থাকেন তারা। চুক্তি অনুযায়ী কাজ শেষে খোকনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন লিমা। খোকন টাকা দিতে না চাইলে লিমা চিৎকার করে লোকজন জড় করার ভয়ভীতি দেখান। নিষেধ করার পরও লিমা কথা না শুনলে তার গলা চেপে ধরেন খোকন। পরে ওড়না দিয়ে মুখ বেঁধে হত্যা করে পালিয়ে যান।