শিরোনাম
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে গ্রামের চেয়ে শহরে টিকা নেওয়ার হার ছয় গুণ বেশি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর নয় উপজেলার মাত্র ১৩ ভাগ মানুষ করোনার এক ডোজ হলেও টিকা নিয়েছেন। শহরে এই হার ৬৯ শতাংশ। গ্রামের চেয়ে শহরের টিকা নেওয়ার হার ছয়গুণেরও বেশি। স্বাস্থ্যবিভাগ এবং জেলা পরিসংখ্যান অফিসের তথ্য বিশ্লেষণ করে টিকা গ্রহণের এ চিত্র পাওয়া গেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেছেন, প্রথমদিকে গ্রামের মানুষের টিকা নেওয়ার প্রবণতা কম ছিল। তাই পিছিয়ে পড়েছে। শহরে টিকা নেওয়ার আগ্রহ অনেক বেশি। জেলা পরিসংখ্যান অফিস বলেছে, সর্বশেষ ২০২০ সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী, মোট জনসংখ্যার ৭৫ ভাগের বয়স ১৮-এর ওপরে বলে ধরছে স্বাস্থ্যবিভাগ। রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শহরের ৯৩ হাজার ৪১৬ জন মানুষ করোনার দ্বিতীয় ডোজও পেয়েছেন। অর্থাৎ শহরের ১৮ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ২৩ দশমিক ৪২ শতাংশ মানুষ করোনার দ্বিতীয় ডোজও পেয়েছেন। আর প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে ৩৪ দশমিক ৭ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজও পেয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘গ্রামের মানুষ টিকার ব্যাপারে উদাসীন। টিকার জন্য নাম নিবন্ধন করতে না পারাটাও তাদের পিছিয়ে থাকার কারণ। আমাদের টিকার কোনো ঘাটতি নেই। একটু সময় লাগলেও কেউ টিকা গ্রহণ থেকে বাদ থাকবেন না।’

সর্বশেষ খবর