রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৫ অক্টোবর

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু ও হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গতকাল ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামের (পিএইচডি) সব শিক্ষার্থী, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধু চতুর্থ বর্ষ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমল সায়েন্স অনুষদের চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫ অক্টোবর হল খোলা এবং ১৮ অক্টোবর শিক্ষা কার্যক্রম শুরু হবে। এ ছাড়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ৫ নভেম্বর হল খোলা এবং ৭ নভেম্বর শিক্ষা কার্যক্রম শুরু হবে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের দ্বিতীয় ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৯ নভেম্বর হল খোলা এবং ২১ নভেম্বর শিক্ষা কার্যক্রম শুরু হবে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের হলে অবস্থানের সুযোগ মিলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর