মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সিএমপি চালু করল ‘আমার গাড়ি নিরাপদ’ প্রকল্প

কমবে যাত্রী হয়রানির পাশাপাশি সিএনজি ট্যাক্সি দিয়ে অপরাধ প্রবণতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরবাসীর জন্য সিএনজি ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি ছিনতাই ও সিএনজি ট্যাক্সি দ্বারা সংঘটিত অপরাধ প্রবণতা কমে আসবে, দাবি পুলিশের। গতকাল দুপুরে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘সিএনজি ট্যাক্সি নগরবাসীর জন্য নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ প্রকল্প চালু করা হয়েছে। নগরীতে চলাচলরত সিএনজি ট্যাক্সি মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। তাদের সব তথ্য পুলিশের তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে। যাত্রীরা ম্যানুয়াল এবং কিউআর স্ক্যান করে গাড়ি ও চালকের বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন। এ প্রকল্পের মাধ্যমে সিএনজি ট্যাক্সি দিয়ে অপরাধ প্রবণতা কমবে।’ জানা যায়, ‘আমার গাড়ি নিরাপদ’ প্রকল্পের আওতায় নগরীতে চলাচল করা ১৩ হাজার সিএনজি ট্যাক্সি ও চালকদের যাবতীয় তথ্য পুলিশের তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে। যাত্রীরা ম্যানুয়াল কিংবা কিউআর স্ক্যান করে গাড়ি ও চালকের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। প্রাথমিকভাবে নগরীর আটটি বুথের মাধ্যমে সিএনজি ট্যাক্সি মালিক ও চালকদের তথ্য সংগ্রহ করা হবে। বুথগুলো হলো টাইগার পাস ট্রাফিক পুলিশ বক্স, নিউমার্কেট, বহদ্দারহাট, জিইসি মোড়, বাদামতলী, অলংকার, মইজ্জারটেক ও সিমেন্ট ক্রসিং ট্রাফিক পুলিশ বক্স। সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর