মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইবি ক্যাম্পাস খুললেও খোলেনি ক্যাফেটেরিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খোলার দুই মাস পেরোলেও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু হয়নি। বেসিন, চেয়ার ও বেঞ্চগুলো পড়ে রয়েছে অপরিচ্ছন্ন ও এলোমেলোভাবে। ফলে বাইরের দোকান ও হোটেল থেকে নিম্নমানের খাবার গ্রহণ করতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ ছাড়া সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন। অতি দ্রুত ক্যাফেটেরিয়া চালু শিক্ষার্থীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। নতুন বছরের শুরুতে ক্যাফেটেরিয়া চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানান, সাধারণত ক্যাম্পাসে অবস্থিত হোটেলগুলোর চেয়ে সেখানে কমমূল্যে ও ভালো মানের খাবারের জন্য শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ায় আসেন। কিন্তু এটি বন্ধ থাকায় বাধ্য হয়েই তাদের বাইরের দোকান থেকে বেশি মূল্যে খাবার খেতে হচ্ছে। এ ছাড়াও ক্যাম্পাসের সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র টিএসসিসিতে অবস্থিত ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের খোশগল্প, গান এবং আড্ডায় প্রাণবন্ত থাকে। ক্লাস-পরীক্ষা শেষে ক্লান্তি দূর করতে ক্যাফেটেরিয়াতে চায়ের চুমুকে খোশগল্পে মেতে ওঠেন শিক্ষার্থীরা। জমে আড্ডা ও গানের আসর। শিক্ষার্থীদের উপস্থিতিতে সদা মুখর থাকা ক্যাফেটেরিয়ার দ¦ার এখন বন্ধ। টিএসসিসির উপ-রেজিস্টার সুদেব কুমার বিশ্বাস বলেন, ‘টিএসসিসির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ চলছে। তাই আমরা ক্যাফেটেরিয়া খুলতে পারছি না। জানুয়ারিতে ক্যাফেটেরিয়া চালু করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর