সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ বিমানের গাফিলতিতে যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বোয়িং-৭৮৭) যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে গতকাল। বিমানটি অবতরণের পর দীর্ঘ সোয়া ঘণ্টা ফ্লাইটের ভিতরেই বসে থাকতে হয় যাত্রীদের। এমনকি ঢাকায় পৌঁছেও অবতরণ করতে বিমানটির লেগে যায় আধা ঘণ্টার বেশি। জানা গেছে, গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এর আগে লন্ডন থেকে সিলেট পৌঁছায় বিমানটি। আন্তর্জাতিক যাত্রীদের পাশাপাশি সিলেট থেকে ঢাকার উদ্দেশে অভ্যন্তরীণ যাত্রীরাও বিমানটিতে ওঠেন। ঢাকায় আসার পরও ফ্লাইট জটিলতায় ৩০ মিনিটের বেশি সময় আকাশে উড়তে হয় উড়োজাহাজটিকে। পরে পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। কিন্তু, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রীদের ফ্লাইট থেকে নেমে আসার কোনো গাইডলাইন না থাকায় এক ঘণ্টার বেশি সময় বিমানের মধ্যেই বসে থাকতে হয় যাত্রীদের। এছাড়া আন্তর্জাতিক টার্মিনালে নেমে অভ্যন্তরীণ টার্মিনালে যাওয়ার কোনো দিক নির্দেশনাও ছিল না। এতে আন্তর্জাতিক যাত্রীদের পাশাপাশি অভ্যন্তরীণ যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েন।

অনেকে জরুরি কাজে দ্রুত পৌঁছাতে আকাশপথে ঢাকা এলেও কাজটি সম্পন্ন করতে পারেননি। এ ব্যাপারে তীব্র অসন্তোষ ব্যক্ত করে ওই ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত হল্যান্ডের নাগরিক ফারুক চৌধুরী বলেন, দুর্ভাগ্যজনক যে, শুধু বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ভোগান্তিতে পড়তে হলো। এভাবে প্রতিষ্ঠানটিকে শেষ করে দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর