সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আবারও বড় দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আবারও বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২০ পয়েন্টে নেমে গেছে। সূচকের বড় পতন হলেও বাজারটিতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৭৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ৮০ পয়সা কমে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৬ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেড  লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকার। এর শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা কমে ১৫৯ টাকা ৯০ পয়সা হয়েছে। ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৯৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩  কোটি ৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দাম বেড়েছে। দাম কমেছে ১৯৯টির ও ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর