শিরোনাম
সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার সুরিটোলায় একটি জুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৪টার দিকে চারতলা ভবনের দ্বিতীয় তলায় জুতার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে আসেন। তারা সাতটি ইউনিটের চেষ্টায় বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান। স্থানীয়রা জানান, চারতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় জুতার গোডাউন। সেখানে জুতা তৈরির নানা উপকরণ রাখা হতো। কারখানা ও গোডাউনে বিকাল ৪টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। তখন কর্মচারীরা কাজ করছিলেন। তারা আগুন লাগার সঙ্গে সঙ্গে চিৎকার করে নিচে নেমে আসেন। খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন লাগা কারখানায় সরু রাস্তার কারণে আসতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। তখন মেইন রোড থেকে পাইপ টেনে পানি ছিটানো হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ জানান, আগুনে জুতা ও জুতা তৈরির আঠা, গামসহ অন্যান্য উপকরণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর