শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মাদকের দাপট কমাতে মদ-গাঁজার ট্যাক্স কমাতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

আইস-ইয়াবা-এলএসডিসহ ক্ষতিকারক মাদকের দাপট কমাতে দেশে বিয়ার-মদ-গাঁজার আমদানির পক্ষে প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংসদীয় কমিটির কাছে দেওয়া এ প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে, অ্যালকোহল ও ড্রাগ দুটি ভিণ্ণ জিনিস। অ্যালকোহলে কিছুটা ছাড়া দিলে ড্রাগ কিছুটা কমতে পারে। দেশের বিভিন্ন শহরে ক্লাবের অ্যালকোহল আমদানি ও বিক্রির লাইসেন্স ও অনুমোদন রয়েছে। কিন্তু অতিরিক্ত ট্যাক্সের কারণে তারা এসব পণ্য আমদানি না করে অবৈধ পথে ক্রয়-বিক্রয় করে। এতে একদিকে সরকার যেমন রাজস্ববঞ্চিত হচ্ছে, অন্যদিকে অবৈধ পথে এসব পণ্যের আমদানি বাড়ছে। এছাড়া এসব পণ্যের দাম বেশি থাকায় সমাজে মাদকের প্রভাব বাড়ছে। এজন্য প্রস্তাবে বিয়ার-মদ-গাঁজার উপর আরোপিত ৬০০ শতাংশ ট্যাক্স কমানোর কথা বলা হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর