খুলনার বৈকালী জিপিও এলাকায় জমি অধিগ্রহণের টাকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল বেলা ১১টার দিকে ক্ষতিপূরণের টাকা না দিয়ে ওই জমি থেকে স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হলে প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে দুই প্রান্তের যান চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। জানা যায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের খুলনা আঞ্চলিক কার্যালয় নির্মাণের জন্য বৈকালী জিপিও অফিসের পাশে প্রায় ৩৭ শতক জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। ওই জমি নিয়ে দুই পক্ষ ইয়াছিন হাওলাদার ও সেকেন্দার হাওলাদারের মধ্যে বিরোধ রয়েছে। এতে জমি ও স্থাপনা বাবদ ক্ষতিপূরণের টাকা কোনো পক্ষকে দেওয়া সম্ভব হয়নি। সেকেন্দার হাওলাদারের নাতি মেহেদী হাসান বলেন, মালিকানা নিয়ে বিরোধ থাকলেও ক্ষতিপূরণের টাকা যার যার অংশ অনুযায়ী তারা পাবেন। কিন্তু এ টাকা না দিয়ে গতকাল জমিতে থাকা চারটি ঘর উচ্ছেদ করা হলে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।