রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খুলনার উন্নয়নে এক গুচ্ছ দাবি নাগরিক কমিটির

দাবি আদায় না হলে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনাকে আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। একই সঙ্গে খুলনার সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি পূরণ না হলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি শেখ আশরাফউজ্জামান বলেন, সুপরিকল্পিতভাবে খুলনা শহরে সম্প্রসারণ কাজ করতে হবে। এক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, যানজট নিরসন, শহর রক্ষা বাঁধ- ওয়াকওয়ে নির্মাণ, ময়ূর নদীসহ সংযুক্ত ২২ খাল দখলমুক্ত করতে হবে। পাশাপাশি রূপসা শিপইয়ার্ড সড়ক, নিরালা রোড, গল্লামারী থেকে রায়েরমহল, আড়ংঘাটা থেকে রায়ের মহল সড়কের কাজ শুরু ও নিউ মার্কেটের পাশে আধুনিক যুগোপযোগী বহুতল শপিং মার্কেট নির্মাণের দাবি জানানো হয়।

খুলনা সিটি করপোরেশনের আওতাধীন খুলনা পাবলিক হলের স্থলে দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ, প্রশস্ত সড়ক, যানজট নিরসনে ফুটওভার ব্রিজ, ফুটপাথ দখলমুক্ত করা, বিনোদনের জন্য পার্কগুলোর সংস্কার ও পুরাতন পুকুরগুলো রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংগঠনের নেতারা। এ ছাড়া জাতীয় পর্যায়ে খুলনা বিমানবন্দরের কাজ দ্রুত সম্পন্ন করা, খুলনা-মোংলা-ভাঙা মহাসড়ক চার লেনে উন্নীত করা, মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন, খুলনা-যশোর মহাসড়ক চার লেনে উন্নীত করা, সুন্দরবনকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, ভৈরব-রূপসা-পশুর নদের নাব্য বাড়াতে ড্রেজিং করা, খুলনায় মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা ও রূপসা-তেরখাদা দীঘলিয়াকে শহরের সঙ্গে সংযোগের জন্য টানেল নির্মাণ, খুলনা-যশোর-দর্শনা ডাবল রেললাইন স্থাপনের দাবি জানানো হয়। নেতারা বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে চাই। খুলনা শহরে বর্তমানে প্রায় ১৭ লাখ মানুষ বাস করেন। বিভিন্ন কাজে প্রতিদিন ৫০ হাজারের মতো মানুষ আসা-যাওয়া করে। ফলে শহরে চাপ কমাতে সড়কগুলো সংস্কার ও প্রশস্ত করতে হবে। বৃৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোহাম্মদ আলী বলেন, খুলনায় শহীদ হাদিস পার্ক ছাড়া সাধারণ জনগণের বিনোদন অবকাশের জন্য নগর উদ্যান বা পার্ক নেই। গোলক মণি শিশু পার্ক, সোনাডাঙ্গা সোলার পার্ক, লেডিস পার্কসহ যেসব পার্ক রয়েছে তা তত্ত্বাবধায়নের অভাবে ব্যবহার অনুপোযোগী হয়ে গেছে। এ ছাড়া স্বাস্থ্যসেবায় কেসিসির উদ্যোগে সিটি জেনারেল হাসপাতাল চালুর দাবিও পূরণ হয়নি। এ কারণে খুলনার উন্নয়নে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও নাগরিক সমস্যা সমাধানে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর