রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কাজাখস্তান ও ইউক্রেন ঘিরে সামরিক অস্থিরতায় শান্তি পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

কাজাখস্তান ও ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটো বাহিনী এবং রাশিয়া ও চীনের মধ্যে সৃষ্ট সামরিক উত্তেজনা এবং অস্থিরতায় বাংলাদেশ শান্তি পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে উভয় পক্ষকে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল এক বিবৃতিতে শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান বলেন, সম্প্রতি কাজাখস্তান ও ইউক্রেনকে কেন্দ্র করে  পুরো মধ্য এশিয়ার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কাজাখস্তানের মূল্যবান তেল সম্পদ ও ইউরেনিয়ামসহ প্রাকৃতিক সম্পদের প্রতি বিদেশি শক্তির লোভ এ সংকটের অন্যতম প্রধান কারণ।  মধ্য এশিয়ার এ পরিস্থিতি বাংলাদেশসহ গোটা এশিয়ার নিরাপত্তা ও শান্তি বিপন্ন করে তুলেছে। নিজেদের আধিপত্য জোরদার করার জন্য বিশ্বের বৃহৎ শক্তিগুলোর এ অপতৎপরতা কোনোভাবেই কাম্য নয়। এই সংকট আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

এ বিষয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় শান্তি পরিষদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর