মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফের বড় দরপতন শেয়ারবাজারে

দুই দিনে সূচক কমেছে ১০০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

ফের বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের দুই দিনে সূচক ১০০ পয়েন্ট কমেছে। গত সপ্তাহে বাজারে টানা উত্থান হলেও এ সপ্তাহ দরপতনে শুরু হয়েছে। সপ্তাহের প্রথমদিনের মতো দ্বিতীয় দিনের লেনদেনেও বড় পতন হয়। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৫ কোটি ১ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩৩৩ কোটি ১৩ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১১৮ কোটি ১২ লাখ টাকা। ডিএসইতে দাম বেড়েছে ৭২টির, কমেছে ২৬৪টি ও অপরিবর্তিত থাকে ৪৪টির দাম। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিয়ন ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৯০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ৬৫ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫০ কোটি ২০ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৯০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫২ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ২০৮টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। কৃষিবিদ সিড লিমিটেডের আইপিও অনুমোদন : এসএমই খাতে কৃষিবিদ সিড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির ৮০৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১.১৬ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর