শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সিলেটে পর্যটন কমপ্লেক্স নির্মাণের চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক

‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’ (পিপিপি)-এর আওতায় সিলেটে পাঁচ তারকা হোটেলসহ আন্তর্জাতিক মানের পর্যটন কমপ্লেক্স নির্মাণের চুক্তি বাতিল করেছে সরকার। পর্যটন করপোরেশনের সিলেটের মোটেলের ২৬ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান ‘ব্লু মাউন্টেন’-এর সঙ্গে এ চুক্তি করা হয়েছিল। বিদ্যমান চুক্তিটি বাতিলপূর্বক প্রকল্পটি পুনঃপ্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, একই বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের জন্য তিন সেট ‘এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম’ (ইডিএস) ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ ক্রয়ের একটি প্রস্তাবও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, এ ছাড়া ‘সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন এবং ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের (প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০৪)-এর পূর্ত কাজের ‘কারিগরি মূল্যায়ন কমিটি’র সুপারিশ বাতিলপূর্বক এটি পুনঃমূল্যায়ন করতে বলা হয়েছে। অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর মধ্যে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ কর্তৃক ‘পঞ্চবটি থেকে মুক্তাপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর কর্তৃক দেশের ৭টি বিভাগে মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার নির্মাণের পূর্ত কাজের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪০১ কোটি টাকা।  বৈঠকে বিআইডব্লিউটিএর দুটি পৃথক প্রস্তাবে দুটি লটে মোট চারটি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এসব সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড। ব্যয় হবে ২১২ কোটি টাকা।

সর্বশেষ খবর