সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পানযোগ্য নয় রাজশাহী ওয়াসার পানি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পানযোগ্য নয় রাজশাহী ওয়াসার পানি

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) যে পানি সরবরাহ করে তা একেবারেই পানযোগ্য নয়। এ পানিতে আছে দূষিত টোটাল কলিফর্ম। এটি মানবদেহের জন্য ক্ষতিকর। এর চেয়েও ক্ষতিকর ফিক্যাল কলিফর্ম। সেটি অবশ্য কম। পানির মান কেমন তা জানতে সম্প্রতি রাজশাহী ওয়াসা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের রাজশাহী কার্যালয়ে পানি পরীক্ষা করিয়েছে। সেখানেই উঠে এসেছে এ চিত্র। বিষয়টি নিয়ে রাজশাহী ওয়াসার কোনো কর্মকর্তা কথা বলতে চাননি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের রাজশাহীর সিনিয়র রসায়নবিদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী ওয়াসার পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এটিকে বলা হয় ‘টোটাল কলিফর্ম’। পানযোগ্য পানিতে টোটাল কলিফর্মের মান থাকবে একেবারেই শূন্য। কিন্তু রাজশাহীর শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ওয়াসার সরবরাহ করা পানি পরীক্ষা করে দেখা গেছে, টোটাল কলিফর্মের মান ২০০ থেকে ১ হাজার। রাজশাহী ওয়াসার সচিব মুহাম্মদ আবদুল হালিম বলেন, ‘এটা তো টেকনিক্যাল ব্যাপার। প্রকৌশল বিভাগ এ বিষয়ে কথা বলবে।’ ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাহমুদ কোনো মন্তব্য করতে চাননি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সিনিয়র রসায়নবিদ শফিকুল ইসলাম বলেন, আরেক ধরনের কলিফর্ম আছে। এটাকে ‘ফিক্যাল কলিফর্ম’ বলে। মানুষ ও পশুপাখির মলমূত্র থেকে এই কলিফর্ম হয়। রাজশাহীতে এটি তেমন পাওয়া যায়নি। তবে টোটাল কলিফর্ম অতিরিক্ত বেশি। এটির মানমাত্রা থাকতে হবে শূন্য। এর বেশি হলে পানিকে পানযোগ্য ধরা যায় না। তাই রাজশাহী ওয়াসার পানি পানের অযোগ্য। এই পানি পান করলে ধীরে ধীরে মানুষ অসুস্থ হয়ে পড়বে। ফিক্যাল কলিফর্ম থাকলে পানি পানের পর মানুষ তাৎক্ষণিকভাবে অসুস্থ হতেন। তিনি বলেন, টোটাল কলিফর্ম হয় মূলত পাইপ ফেটে যাওয়ার পর ময়লা-আবর্জনা ঢুকে গেলে।

 রাজশাহী শহরজুড়ে উন্নয়ন কাজ চলছে। এ কারণে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যায়। এর ফলেই টোটাল কলিফর্ম হচ্ছে। এটা কমাতে হলে কোথাও যেন পাইপ ফেটে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। না হলে এই পানি পান করা উচিত নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর