সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা থেকেই সংলাপ বর্জন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা থেকেই সংলাপ বর্জন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা থেকেই বিএনপি রাষ্ট্রপতির সংলাপে যায়নি, সার্চ কমিটিকেও অবজ্ঞা করছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। ড. হাছান বলেন, বিএনপির যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, যদি গণতন্ত্র বিশ্বাস করে, আমি মনে করি, প্রথমত তাদের সংলাপে যাওয়া উচিত ছিল। সংলাপে গিয়ে তারা তাদের আপত্তির কথাগুলো বলতে পারত। রাষ্ট্রপতির সংলাপে না গিয়ে তারা রাষ্ট্রকে অবজ্ঞা করেছে। তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি বিএনপির যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে এবং দেশে গণতান্ত্রিক রীতিনীতি অব্যাহত থাকুক সেটি চায়, তাদের সার্চ কমিটির কাছে নাম জমা দেওয়া উচিত। পরবর্তীতে সার্চ কমিটি বিবেচনা করে যোগ্য ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে। বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি বিয়েট্রিস ক্যালদুন ভার্চুয়ালি যুক্ত হন। সভাশেষে সাঈদা বাঁধন ও লাল্টু হোসেনের সঞ্চালনায় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 

সর্বশেষ খবর