শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সেই প্রদীপের সাক্ষ্য গ্রহণ স্থগিত

অবৈধ সম্পদ অর্জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারকৃত এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে গতকাল সাক্ষ্য গ্রহণ হয়নি। এ সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখার জন্য আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারকৃত এবং দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ আদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেন, সাবেক ওসি প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল গতকাল। এর আগে সকাল ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রদীপকে চট্টগ্রামের আদালতে নিয়ে আসা হয়। প্রদীপ কুমার দাশের আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত বলেন, আদালত শুনানি শেষে সাক্ষ্য গ্রহণ স্থগিত করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর