শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে কেটে সাবাড় করা পাহাড়ে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পাহাড়ের বিশাল অংশ কেটে সাবাড় করে ফেলেছে প্রভাবশালী চক্র। খবর পেয়ে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তবে দুই ঘণ্টা অভিযান পরিচালনা করেও কাউকে পাওয়া যায়নি। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জানা গেছে পড়পণ, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সোনারখিল এলাকার পাহাড়টি ব্যক্তি মালিকানাধীন। সম্প্রতি পাহাড়টির দক্ষিণদিকের বিপুল পরিমাণ অংশ কেটে ফেলা হয়েছে। যা পাহাড়টির শতকরা প্রায় ১০ ভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, পাহাড় কাটার অভিযোগে সোনারখিল এলাকায় অভিযান চালানো হয়। তবে এ সময় পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি পাহাড় কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর