শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে ভাসমান মানুষকে টিকা প্রদান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর মানুষকে টিকা দেওয়া শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের পুরনো স্টেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন নগরের নির্দিষ্ট পাঁচটি স্পটে টিকা প্রদান কর্মসূচি চলবে। প্রথম দিনে তিন হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের উপপরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুশ চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নগরের পাঁচটি স্থানে ছিন্নমূল ও ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। তাদের আর দ্বিতীয় ডোজের প্রয়োজন হবে না।

নগরে যারা এমন ভাসমান জনগোষ্ঠী আছে, তাদের খুঁজে বের করে এ টিকার আওতায় আনতে জেলা প্রশাসনের বিভিন্ন টিম কাজ করছে। ভ্রাম্যমাণ ও ছিন্নমূল এক লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ টিকা দিতে কোনো কাগজপত্রের দরকার নেই। এলে টিকা দিতে পারবে।

টিকাগ্রহণকারী ছিন্নমূলবাসিন্দা কবির হোসেন বলেন, করোনার টিকা দিতে পারব তা ভাবিনি। কারণ আমাদের কোনো কাগজ নেই। এখন টিকা দিতে পেরে আমি অনেক খুশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর