রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইউরোপে পাসপোর্ট না পেয়ে ১০ হাজার প্রবাসী বৈধতাবঞ্চিত হচ্ছেন

সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধন ও প্রদানের দাবি জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব। বক্তারা বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করা প্রায় ১০ হাজার বাংলাদেশি অবৈধ প্রবাসী হিসেবে বসবাস করছেন। তারা বিভিন্ন কারণে পাসপোর্ট না পাওয়ায় ইউরোপে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলা প্রেস ক্লাবের ইতালি সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শাওন আহমেদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহসভাপতি ফেরদৌস করিম, সদস্য মাহবুব আলম, নজরুল ইসলাম প্রমুখ। লিখিত বক্তব্যে শাওন আহমেদ বলেন, বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে বহু টাকার বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিরা ইউরোপ প্রবেশের চেষ্টা করে। এর মধ্যে অনেকের ভূমধ্যসাগরে সলিল সমাধি ঘটছে। সরকার ঘোষণা দিয়েছে আগামী ২৮ এপ্রিলের পর এসব অবৈধ বাংলাদেশির পাসপোর্ট পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কয়েক হাজার  বাংলাদেশি প্রবাসী সংকটে পড়বে। মানবিক দৃষ্টিতে সব প্রবাসীর পাসপোর্ট পরিবর্তনের সুযোগ দেওয়া হোক।

সর্বশেষ খবর