সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

আগুনে পুড়ল কল্যাণপুর বস্তির শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কল্যাণপুরে বেলতলা বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১০০ ঘর। আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল রাত পৌনে নয়টার আগুন লাগলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে  পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, বস্তির অন্তত ১০০ ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। তবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকান্ডের ঘটনায় বস্তির অন্তত দেড়শ ঘর পুড়ে গেছে। এ বস্তিতে অন্তত ৫০০ ঘর আছে এবং সেগুলোর মধ্যে কমপক্ষে ১৫০টি ঘর পুড়ে গেছে বলে জানান তারা। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার রাতে গণমাধ্যমকে জানান রাত  পৌনে ৯টায় কল্যাণপুরের নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ও পরে আরও ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কতগুলো ঘর পুড়েছে এখন পর্যন্ত তা নির্দিষ্ট করে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছিলেন।

সর্বশেষ খবর