সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

বড় দরপতনে সপ্তাহের প্রথম দিনের লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে সপ্তাহ শুরু হলো বড় দরপতন দিয়ে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রেতা ছিল না। ক্রেতাশূন্যতার ফলে সবকটি মূল্যসূচকের পতন দিয়ে শেষ হয় দিনের লেনদেন। ডিএসইতে ১১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে গতকাল। শেয়ারবাজারে ভয়াবহ দরপতন দেখা দিলে গত ৯ ফেব্রুয়ারি সার্কিট ব্রেকারের নতুন নিয়ম চালু করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই নিয়মের ফলে একদিনে কোনো প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম সর্বোচ্চ দুই শতাংশ পর্যন্ত কমতে পারবে। এই নিয়ম চালুর পর শেয়ারবাজারে টানা বড় উত্থান প্রবণতা দেখা দেয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬৫ পয়েন্ট।

বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩৭টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর