বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

দুই দিন পর ব্যাপক উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দুই দিন পর ব্যাপক উত্থান শেয়ারবাজারে

দুই দিন দরপতনের পর বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৭১ পয়েন্টে উঠেছে। আগের দুই দিনে ডিএসইতে সূচক ৭৫ পয়েন্ট কমে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৭৩টির। আর ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের বড় উত্থানের দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩২২ কোটি ৯২ লাখ টাকা। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৩৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। ৫ টাকা ৪০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ১৬০ টাকা ৪০ পয়সা। দ্বিতীয় শীর্ষে থাকা আমরা টেকনোলজির ৩৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৯৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৭৭টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর