বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফারইস্ট ফাইন্যান্সের এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শান্তনু সাহাসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির উপ-পরিচালক মো. আবদুল মাজেদ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। এর আগে চলতি মাসের ৬ এপ্রিল কমিশনের কাছে মামলার বিষয়ে সুপারিশ করলে কমিশন তা আমলে নিয়ে মামলার অনুমতি দেয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ- তারা পরস্পর যোগসাজশে একে অন্যের সহায়তায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের জন্য বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে আসা সুদের টাকা পরিশোধের বদলে তা উত্তোলন করে আত্মসাৎ ও পাচার করেছেন। মামলার আসামিরা হলেন- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শান্তনু সাহা, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাফিজুর রহমান, সাবেক সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার, সাবেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহসানুল ইসলাম, সিনিয়র ম্যানেজার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হক চৌধুরী।

দুদকের অভিযোগে বলা হয়, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিডেট কর্তৃক বিভিন্ন ব্যাংক থেকে গৃহীত ঋণের সুদ পরিশোধ বাবদ ৬১ লাখ ২০ হাজার ১১ টাকা উত্তোলন করে আত্মসাৎপূর্বক স্থানান্তর, পাচার, প্লেসমেন্ট ও লেয়ারিংয়ের মাধ্যমে অপরাধ সংঘটিত করেন আসামিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর